April 18, 2024, 6:40 pm

চলতি সপ্তাহে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে ৩১ মে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ধাপে ধাপে চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ হবে বলে জানা গেছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রদীপ কুমার পাণ্ডে বলেন, পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে। ফলাফল যাতে নির্ভুল হয় সেদিকে যথেষ্ট সতর্ক থেকে আমরা কাজ করে যাচ্ছি। ভুল এড়ানোর জন্যই আমরা কিছুটা সময় নিচ্ছি। চলতি সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশিত হবে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এরমধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়েন ৪৫ ভর্তিচ্ছু। ব্যবসায় শিক্ষা অনুষদের ছয় বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আগামী বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় এবারের ভর্তিযুদ্ধ। এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD