October 13, 2024, 12:39 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

মুম্বাইয়ের বিপক্ষে দুরন্ত জয় পাঞ্জাবের

যমুনা নিউজ বিডিঃ মুম্বাইয়ের বিরুদ্ধে আর্শদীপ সিংয়ের বোলিং ঝলকে বাজিমাত করল পাঞ্জাব কিংস।

শনিবার (২২ এপ্রিল) আইপিএলের ৩১তম ম্যাচে ১৩ রানের জয় তুলে নিয়েছে পাঞ্জাব। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে মুম্বাই। এই ছয় উইকেটের ৪টিই তুলে নিয়েছেন পাঞ্জাবের পেসার আর্শদীপ সিং। এর মধ্যে শেষ ওভারেই শিকার করেছেন টানা দুই উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে ম্যাথু শর্টের (১১) উইকেট হারায় পাঞ্জাব। এরপর নিয়মিত বিরতিতে ৩ উইকেট হারালেও রান তোলার গতি ঠিক পথেই ছিল। পাঁচ ও ছয়ে ব্যাট করতে নামা হরপ্রীত সিং ও এই ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান দারুণভাবে হাল ধরেন। হরপ্রীতের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪১ রান। আর কারান খেলেন ২৯ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে মাত্র ৭ বলে ৪ ছক্কায় ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দারুণ ভূমিকা রাখেন জিতেশ শর্মা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার ঈশান কিষাণের (৪) উইকেট হারালেও রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বাই। দুজনেই পাঞ্জাবের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। রোহিত ফিফটির দেখা না পেলেও খেলেছেন ২৭ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস। তবে অধিনায়কের বিদায়েও চাপে পড়েনি স্বাগতিকরা। বরং সূর্যকুমার যাদব এসেই আগ্রাসী ব্যাটিংয়ে পাঞ্জাবের বোলিং লাইনআপ তছনছ করে দেন। মাত্র ২৩ বলে তুলে নেন ফিফটি, যা টি-টোয়েন্টিতে তার দ্রুততম।

৪৩ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে গ্রিন বিদায় নেওয়ার পর হাত খুলে খেলতে থাকেন সূর্য। সূর্য-ঝড়েই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মুম্বাই। কিন্তু শেষ করে আসতে পারেননি তিনি। ২৬ বলে ৫৭ করে আউট হয়ে যান তিনি; মুম্বাই ১৮২ রানে চতুর্থ উইকেট হারায়। কিন্তু শেষ ওভারে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আর্শদীপ সিং। ওই ওভারে দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান খরচ করার পর টানা দুই বলে দুই উইকেট তুলে নেন আর্শদীপ। দুইবারই মিডল স্ট্যাম্প ভাঙেন পাঞ্জাবের এই পেসার। শেষ ওভারে মাত্র ২ রান খরচ করেন আর্শদীপ। সবশেষে বিফলেই যায় মুম্বাইয়ের শেষ ভরসা টিম ডেভিড-এর ১৩ বলে অপরাজিত ২৫ রানের দুর্দান্ত ইনিংস।

এর ফলে ৭ ম্যাচে চতুর্থ জয় পাওয়া পাঞ্জাব আছে পয়েন্ট টেবিলের পাঁচে। আর ৬ ম্যাচের ৩টিতে হেরে যাওয়া মুম্বাই আছে সাতে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD