June 3, 2023, 7:45 am
মুহাম্মাদ আবু মুসা ঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন বলেছেন, জনগনের অধিকার আদায়ের লক্ষে বিএনপি কাজ করে যাচ্ছে। আগামীতে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়ার জন্য নেতা-কর্মীর প্রতি আহবান জানান। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সোমবার (১৬জানুয়ারী/২৩) বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু’র সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, অধ্যাপক নজমল হোসেন, যুগ্ম সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, জসীউর রহমান সোহেল, আক্তারুজ্জামান লিটন, সাজেদুর রহমান সুজন, আল আমিন লেমন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, প্রচার সম্পাদক এমরআর ইসলাম রিপন, দপ্তর সম্পাদক কেএম পান্না মাস্টার, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, ধর্মীয় সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গাসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।