October 4, 2024, 12:20 pm
যমুনা নিউজ বিডিঃ ভারতে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজন নারী, দুইজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ দিকে মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। সূত্র : দ্য হিন্দু, এনডিটিভি