June 4, 2023, 8:33 am
ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাছির বলেন, আর দুই-একটা মিটিংয়ের পর আওয়ামী লীগ নেতাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা আসলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, সে জন্য অবাঞ্ছিত ঘোষণা করব।’
অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুর বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকার জনসভায় যে পরিমাণ মানুষ হয়েছে। পরের ৩০ তারিখে এরচেয়ে বেশি মানুষ হয়েছে। ১১ জানুয়ারি গণ অবস্থান কর্মসূচিতেও আমরা দেখিয়ে দিতে চাই।
তিনি বলেন, এবারের অবস্থান কর্মসূচি ব্যতিক্রম করতে চাই। কারণ, এটি শেখ হাসিনা পতনের কর্মসূচি। যদিও কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণ হবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণকে প্রতিহত করতে মাস্তান দিয়ে চেষ্টা করবে। কিন্তু তারা পারবে না। পরাজিত হবে।