April 23, 2024, 6:35 am

শঙ্কার মধ্যে বগুড়ার শাজাহানপুরের আশেকপুরে ইউপি উপনির্বাচন

ষ্টাফ রিপোর্টারঃ নানা শঙ্কার মধ্যে আজ বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের ১২টি ভোট কেন্দ্রে ২৩ হাজার ৭৫৬ জন ভোটার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট দেবেন। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আতিকুজ্জামান ওরফে সজীব (মোটরসাইকেল), জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার মাস্টার (চশমা), আওয়মী লীগের বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলী (আনারস) এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইনছান আলী (নৌকা)।

ভোটাররা জানিয়েছেন, এ নির্বাচনে মূলপ্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। নৌকার প্রার্থীর তেমন কোনো সাড়া দেখা যাচ্ছে না।

ভোটার আরো জানিয়েছেন, নির্বাচন অফিস অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও তারা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা নৌকার কর্মীদের হুমকিসহ নানা কারণে আতঙ্কিত। জনগণের রায় প্রতিফলিত হলে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করবে।

বিগত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ফিরোজ আলম বিজয়ী হয়ে গত ৩ মাস আগে মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD