June 3, 2023, 7:12 am
শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের তত্বাবধায়নে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর সার্বিক সহযোগিতায় নবনির্মিত অফিসার্স ক্লাব উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহধর্মিণী মিজ শামীমা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী,কাহালু উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা সহ সকল ইউপি চেয়ারম্যান ও অফিসার্স ক্লাবের সদস্যরা।