March 29, 2024, 6:31 am

চাঁপাইনবাবগঞ্জে বিলুপ্তপ্রায় নীলগাই ‍উদ্ধার

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ধাওয়া দিয়ে একটি নীলগাই ধরেছেন এলাকাবাসী। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকায় ১৫-২০ জন মিলে নীলগাইটিকে ধরেন। রাজ্জান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘দুপুর ১টার দিকে হঠাৎ দেখতে পাই গলায় দড়ি পেঁচানো অবস্থায় নীলগাইটি বাগানে ছুটে বেড়াচ্ছে। এ সময় ১৫-২০ জন মিলে নীলগাইটিকে ধরে গাছে বেঁধে জনপ্রতিনিধিদের খবর দেই।’

দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. আলমগীর বলেন, বন বিভাগ ও বিজিবিকে জানিয়েছি। এরই মধ্যে বিজিবি নীলগাইটিকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের বিওপিতে নিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে নীলগাইটি হস্তান্তর করা হবে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বিষয়টি জানিয়েছেন। একটি টিম শিবগঞ্জের উদ্দেশ্যে গেছে। তারা নীলগাইটিকে নিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD