September 16, 2024, 9:25 pm
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক (১) হারেজ উদ্দিন হারেজ ও সাংগঠনিক সম্পাদক (২) আবু শাহিন সানি রোববার (২ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় জেলা বিএনপির আহবায়ক মোঃ রেজাউল করিম বাদশা, শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি আগামী দিনে শাজাহানপুর উপজেলা বিএনপি আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, মোর্শেদ মিল্টন, কেএম খায়রুল বাশার, মাফতুন আহম্মেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, সাইদুজ্জামান সাকিল, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাকিম ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ বজলুর রহমান নিলু, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।