April 27, 2024, 4:54 am

সোমবার নেপালকে হারালেই সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

যমুনা নিউজ বিডিঃ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নেপাল। দুই দল এর আগে এই আসরের শিরোপা জিততে পারেনি। পরিসংখ্যানে দুই দলই শক্তিশালী। তবে চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স কিছুটা হলেও বাংলাদেশকে এগিয়ে রাখছে।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আগামীকাল সোমবার বিকেল সোয়া ৫টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনালে নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথম সেমিফাইনালে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দুই দলেরই এর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও জয়ের মুখ দেখেনি একবারও। ইতিমধ্যে এর আগে নেপাল চারবার এবং বাংলাদেশ একবার ফাইনাল খেলেছে। প্রতিবারই তারা হেরেছে শক্তিশালী ভারতের কাছে।

এবার ভারত বিদায় নেওয়ায় নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৩-০ গোলে বাংলাদেশের কাছে পরাজিত হয়। এতে ভারতীয়দের মনোবল এতটাই দুর্বল হয়ে যায় যে সেমিফাইনালে এসে নেপালের কাছে হেরে যায় ১-০ গোলে। নেপাল ও বাংলাদেশের লড়াইয়ে অবশ্য হিমালয়কন্যারাই এগিয়ে আছে। সাফে এর আগে তিনবারের দেখায় শতভাগ জয় পেয়েছে নেপালের মেয়েরা। দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে।

২০১০ সালে সাফের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৪ সালে সেমিফাইনালে ১-০ গোলে নেপালিদের কাছে হেরে যায় লাল-সবুজের জার্সিধারীরা। ২০১৯ সালে গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে নেপালের কাছে পরাজিত হয়। এবার কি সেই ইতিহাস পাল্টে দিতে পারবে সাবিনা-কৃষ্ণা-মারিয়ারা?

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD