March 28, 2023, 3:59 pm
সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ওএমএস’র চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনাতলা পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
খাদ্য অধিদপ্তর পরিচালিত চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, ডিলার আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুবলীগ নেতা মামুনুর রশীদ মিজু, এনএ জাহান জুয়েল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর । একইদিন পৌর এলাকার সরকারি নাজির আখতার কলেজ মোড় ও ব্র্যাক অফিস মোড়েও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল বিক্রয় করা হবে।