April 18, 2024, 9:45 pm

বগুড়ার গাবতলীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

গাবতলী প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় ৬৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও মাদক বেচাকেনার নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জাকির হোসেন (৩৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আছেন।

মঙ্গলবার দুপুরে মাদক মামলায় তাদেরকে  আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাত আটটার দিকে  উপজেলার ভুলিগাড়ী গ্রাম থেকে তাকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া  জাকির উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ভুলিগাড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। গ্রেফতার অন্য দুজন হলেন-উপজেলার দুর্গাহাটা বাজার মানিক (২৮) ও বঠিয়াভাঙা  সুরুজ মিয়া (২৫)।

গাবতলী মডেল থানা ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ইউপি সদস্য জাকির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।  তাদের কাছ থেকে ৬৫ পিস  ইয়াবা, একটি ধারালো বার্মিজ চাকু ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। ইউপি সদস্য জাকিরের বিরুদ্ধে মাদক , হত্যাচেষ্টা ও মারধরের ঘটনাসহ বিভিন্ন অভিযোগ দশটি মামলা আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD