October 11, 2024, 9:32 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বঙ্গবন্ধুর অপরাজেয় আদর্শ টিকে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে: মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধুর অপরাজেয় আদর্শ টিকে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। তাঁর মানবিক গুনাবলি বাড়তে বাড়তে তিঁনি এক সময় বিশ্বের নির্যাতিত-নিপিড়ীত মানুষের অন্যতম নেতা হিসেবে স্বীকৃতি পান। এ মহান নেতাকে সপরিবারে হত্যা মানেই ইতিহাসের এক কলঙ্কিত কালো দিন। ঘাতক খুনিরা এ দিন জাতির পিতাকে হত্যা করার পর আঁধারে ছেঁয়ে গিয়েছিল দেশ। এ দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। জামায়াত-বিএনপিসহ কুচক্রি মহল আরো সৃষ্টি করেছিল ২১ আগস্ট গ্রেনেড হামলার মত এক বিভীষিকাময় অধ্যায়ের। যেখানে আইভি রহমানসহ অনেকের রক্ত ঝড়ে প্রাণ দিতে হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছেন এ দেশের উন্নয়নের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা।
১৭ আগস্টে সিরিজ বোমা আরেক ভয়াবহ অধ্যায়। জামাত-বিএনপি চক্রের উদ্দেশ্যই ছিল এ দেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করা। রাখে আল্লাহ মারে কে! এ দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাতেই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানেই ধর্মহীনতা নয়। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সবাই স্ব-স্ব ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করবে।

তিনি আরো বলেন, অসাম্প্রসায়িক চেতনাকে ধারন করে এ জাতি বিশ্বের নিকট মাথা উঁচু করে দাঁড়াবে। স্বাধিকার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ফলে বাঙালি জাতি, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক শব্দে পরিণত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট লাইজিন আরা লিনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, ছাত্রলীগ নেতা মুকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মাকছুদা মলি, হাসিনা খাতুন হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা, আজিজা সুলতানা ববি, সুচনা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আইভি আক্তার নুপুর, পলি আক্তার, মর্জিনা বেগম, সুইটি বেগম, শাপলা বেগম, দিপালী চক্রবর্ত্তীসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD