April 19, 2024, 10:27 pm

রায়গঞ্জে ডিমের দাম কমেছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জে অবশেষে ডিমের দাম কমেছে। শুক্রবার (২৬ আগস্ট) বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১১৫ টাকায়। এর আগে ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। অর্থাৎ ডজনপ্রতি ডিমের দাম কমেছে ৬৫ টাকা।
সরেজমিনে দেখা যায়, এদিন খুচরা বাজারে প্রতি পিচ লাল ডিম ১৫ টাকা, দেশি মুরগির ডিম ১৬ টাকা ও হাঁসের ডিম ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাইকারি ডিম ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন আগে ঢাকা তেজগাঁও ডিম সমিতি মোবাইলের ম্যাসেজের মাধ্যমে দাম নির্ধারণ করে দিয়েছিলেন খামারিদের। খামারিরা ঐ হিসেবে বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল। ব্যবসায়ীরা খামারিদের কাছে জিম্মি হয়ে পড়েছিল।

চান্দাইকোনা বন্দরে ডিম কিনতে আসা পার্শ্ববর্তী সিমলা গ্রামের রবিউল করিম বলেন, ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তার পরিবারে ডিম খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখন দাম কমায় ডিম কিনতে এসেছেন।

উপজেলার চান্দাইকোনা বন্দরের ডিমের আড়তদার চাঁন আলী জানান, ডিমসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। ডিমের লাগামহীন দামে ব্যয় বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন সীমিত আয়ের মানুষ। এখন দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে ডিমের দাম কমার সঙ্গে সঙ্গে ব্রয়লার মুরগির দামও কমেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD