April 23, 2024, 5:59 pm

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন পলাশবাড়ীর শ্রাবন্তী

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাাবর্ষে স্নাতক প্রথমবর্ষে মানবিক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের (গ্রুপ-৪) ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী প্রথম হয়েছেন গাইবান্ধা জেলার পলাশবাডীর শ্রাবন্তী মিত্র। তিনি পৌর শহরের পিয়ারী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তাঁর বাবা বিকাশ কুমার মিত্র (নির্মল) সাবদিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা পূর্ণিমা রাণী দাস একজন গৃহিণী। একমাত্র বড়বোন বিদিতা মিত্রও তুখোড় মেধাবী। তিনি ঢাকা মেডিকেলে পড়ছেন। এ সাফল্যে শ্রাবন্তী তার বাবা মা ও শ্রেণি শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত হয়ে দেশের সেবায় এগিয়ে আসবেন, এমন প্রত্যাশার কথাও জানান। সেই সঙ্গে দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD