May 1, 2024, 9:25 pm

বগুড়ায় বিএনপিনেত্রী রনির জামিন না মঞ্জুর কারাগারে প্রেরন

ষ্টাফ রিপোর্টারঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলে হামলা মামলায় বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৭ জুলাই) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নরেশ চন্দ্র সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, অশালীন কথা বলেন জেলা মহিলা দল নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। তার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। এ ঘটনায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি, সা. সম্পাদক ও পৌর মেয়রসহ বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা আজিজার রহমান পাইকার। এ মামলায় সুরাইয়া জেরিন রনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। রবিবার দুপুরে জেলা জজ আদালতে জামিন নিতে আসেন তিনি। তার আসার খবরে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। এ সময় বিএনপির নেতাকর্মীরাও আদালত চত্বরে আসেন। তাদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ নিয়ন্ত্রণে আনে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, গাবতলীতে বিএনপির সমাবেশে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল সমাবেশে হামলা মামলায় মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD