December 2, 2023, 9:07 am
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জের চণ্ডিহারা এলাকা থেকে শিবগঞ্জ উপজেলার কাজিপুর পশ্চিমপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও একই এলাকার মৃত আঃ জব্বারের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৭)কে উপরোক্ত ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।