April 25, 2024, 1:54 pm

গাবতলী সুখানপুকুরে সুষ্ঠ নির্বাচনর দাবিতে ভোটারদের মানববন্ধন

গাবতলী প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী নবগঠিত সুখানপুকুর ইউনিয়নে সুষ্ঠ অবাধ নির্বাচন ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ১২ বিকেলে সুখানপুকুর বন্দর এলাকায় কয়েকশত নারী পুরুষ ভোটার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
ওই ইউনিয়নের স্বতন্ত্র চেযারম্যান প্রার্থী এস এম লতিফুল বারী মিন্টরু ঘোড়া মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। প্রতিনিয়ত তার পোষ্টাল, ছিড়ে ফেলাসহ তার কর্মীদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে এলাকার চিহিৃত সন্ত্রাসীরা। ১৫ জুন সুখানপুকুর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। স্বতন্ত্র চেযারম্যান প্রার্থী এস এম লতিফুল বারী মিন্টু মানববন্ধনে বক্তব্যে বলেন, আ.লীগের কতিপয় ব্যাক্তি নৌকা মার্কার কর্মী সমর্থকরা তার পোষ্টাল, ছিড়ে ফেলছে, তার ঘোড়া মার্কার কর্মী সমর্থকদের হুমকিও ভয়ভীতি দেখাচ্ছে। ফলে সুখানপুকুরে ১৫ জুন সুষ্ঠ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। সুষ্ঠ নির্বাচনের লক্ষে প্রশাসনের কাছে ভোটের প্রদানের নিশ্চয়তা দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD