October 13, 2024, 2:20 am
যমুনা নিউজ বিডিঃ স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপের অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র।
‘এ’ লিগের দুই নম্বর গ্রুপ ম্যাচে একাদশে ৬ পরিবর্তন নিয়ে মাঠে নামে স্পেন। আর পর্তুগালের একাদশে তিন পরিবর্তন। ঘরের মাঠে শুরুতেই আক্রমণাত্মক ছিল স্পেন। তবে ১৮ মিনিটে রাফায়েল লেয়াওয়ের সহজ সুযোগ মিসে লিড নেয়া হয়নি পর্তুগালের। পাল্টা আক্রমণে মিনিট সাতেকের মাথায় আলভারো মোরাতার গোলে লিড নেয় স্পেন। ২৯ মিনিটে ব্যর্থ হয় কার্লোস সলেরের পরপর দু’টি প্রচেষ্টা।
এদিকে, বিরতির পর বদলি নেমেও বিবর্ণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮২ মিনিটে পর্তুগালকে সমতায় ফেরান আরেক বদলি ফুটবলার রিকার্ডো হোর্তা। ৭ বছর পর খেলতে নেমে জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। শেষ দিকে জর্ডি আলবা সহজ সুযোগ মিস করলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় স্পেনকে।