admin
- Sunday, May 29, 2022 / 180 বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটুক্তি করার প্রতিবাদে বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে বিএনপির সন্ত্রাসীদের হামলায় আহত দেখতে রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম।
ছাত্রনেতা মুকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটুক্তি করার প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে বিএনপি’র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটায়। এ হামলায় গাবতলী উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হন। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা গ্রহণ করছেন। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।
রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নেন এবং আহতদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম। এ সময় জেলা ছাত্রলীগ নেতা আহাদ হোসেন, শাওরিন, শুভ, মমিন, নূর উপস্থিত ছিলেন।