April 26, 2024, 1:54 pm

শিবগঞ্জে লাইসেন্স বিহীন ৪টি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে লাইসেন্স বিহীন ও স্বাস্থ্য প্রোটোকল না মানায় ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি মামলায় ৫০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজাহার আলী এ অভিযান পারিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে শিবগঞ্জ উপজেলা সদরে শিবগঞ্জ পপুলার ক্লিনিক, গুজিয়া বন্দরের মদিয়ান ডায়াগনোস্টিক সেন্টার ও দাড়িদহ বন্দরের জাহানারা ও সাহেরা ক্লিনিকের ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী বলেন, লাইসেন্স বিহিন ক্লিনিক পরিচালন, ডিউটি ডাক্তার না থাকায় এবং স্বাস্থ্য প্রোটোকল না মানায় এ জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, এসব ক্লিনিকে রোগীদের বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করা হচ্ছে যা স্বাস্থ্য ও জীবনের ঝুঁকিপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD