October 11, 2024, 12:45 pm
বুড়িচং প্রতিনিধি : অমর ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কংশনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বই মেলা উৎসব ৫ ফেব্রুয়ারী সোমবার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আবদুল মান্নান, (পিপিএমবার)। বই মেলার প্রধান আলোচক হিসেবে উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও পুলিশ সুপার রহমান শেলী (মিজানুর রহমান)।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কংশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহালুল কবির।
কংশনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবদুল কাদের, দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি মো, জাবেদুর রহমান, অভিভাবক সদস্য আলমগীর হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মো, শাহজাহান, এবিএম কামরুল জামান, মো. ইদ্রিস মিয়া, হাজী কামাল হোসেন, মো. তাজুল ইসলাম, অভিভাবক সদস্য আক্তার হোসেন, মোসাঃ হোসনে আরা ও ইউসুফ আলী, খাইরুন নাহার, শিক্ষক প্রতিনিধি এবিএম কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, তদূরের নেছা, হোসনেয়ারা আক্তার, আলেয়া বেগম, জনি কুমার সাহা, সহ, শিক্ষক কামরুল হাসান, মো. আবু তাহের, আয়েশা আক্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র/ছাত্রীবৃন্দ এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ বইয়ের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ছাত্র/ছাত্রীদের সাথে কুশল বিনিময় ও তাদের কাছ থেকে বই ক্রয় করেন।