December 3, 2023, 8:09 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ সাব্বির হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাব্বির হোসেন জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়া গ্রামের সাগর হোসেনের ছেলে।
শনিবার র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বনানী বাসস্ট্যান্ড এলাকায় কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ যুবক সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছিল। এ সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
তিনি জানান, সাব্বিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে সরকারি শাহ সুলতান কলেজের সামনে একজনকে ছুরিকাঘাত করা হয়। সেই মামলার প্রধান আসামি সাব্বির হোসেন।