May 28, 2023, 10:58 pm
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীতে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের সোলারটাইর হাজিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে জুলফিকার আলী সাজু (৩২) ২০১৭ সালের ২০ আগষ্ট গাবতলী পূর্বপাড়া গ্রামের ওবাইদুল হক ফটুর ছেলে দেলোয়ার হোসেন দিলুর কাছ থেকে ব্যবসায়িক লেনদেন হিসেবে ৬০ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করে বিপরীতে সাজু ওই টাকার একটি চেক দেয়। চেকটি বারবার জিঅনার হলে দিলুর বড়ভাই মোমিনুল হক শিলু বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চেক জালিয়াতির মামলা ঠুকে দেন। এ মামলায় ২০১৯ সালের ৭জুলাইয়ে আদালতের রায়ে সাজুর এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৬০ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ডে সাজা দেয়া হয়। তখন থেকেই সাজু দীর্ঘদিন পলাতক ছিলেন। গাবতলী মডেল থানা পুলিশ ঢাকা উত্তরা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাজুকে গ্রেফতার করে গতকাল জেলহাজতে প্রেরণ করে। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত অপর আসামী হলেন, গাবতলীর সোন্দাবাড়ী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ভূট্টো মিয়া (৩৫)। এছাড়াও পুলিশ ৩০ পিস নেশা জাতীয় টেপেন্ডাডল ট্যাবলেটসহ গাবতলীর সোন্দাবাড়ী গ্রামের আসমত উল্লাহ ছেলে নজরুল ইসলাম (৪৭), ২৬ পিস টেপেন্ডাডলসহ গাবতলী পূর্বপাড়া গ্রামের নুরু মন্ডলের ছেলে মাসুদ মিয়া (৩৫) এবং সোন্দাবাড়ী মধ্যপাড়া গ্রামের বাতু প্রামানিকের ছেলে নয়ন প্রাং (২৭)কে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতরা হলো, ইমরান হোসেন (২৭), শহীদুল ইসলাম (৫০), মিঠু (৪০), আরিফুল ইসলাম (৩৫) এবং আব্দুল মান্নান (৩২)।