September 30, 2023, 12:32 pm

নীলফামারীতে অস্ত্র ও গুলিসহ ‘পিচ্চি লিটন’ গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে বিদেশি পিস্তল ও গুলিসহ তরিকুল আলম ইসলাম ওরফে পিচ্চি লিটনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ভেন্টিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম।

লিটন নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে।

আরাফত জানান, ডিমলা উপজেলায় বেশ কিছুদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে আমাদের কাছে খবর আসে। এ খবরের সূত্র ধরে আমাদের গোয়েন্দা তৎপরতা শুরু হয়। আমরা খবর পাই কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী পিচ্চি লিটনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রংপুর র‌্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম বলেন, পিস্তল ব্যবসায়ী লিটন অস্ত্রটি ছিনতাই ও বিভিন্ন নাশকতার কাজে ব্যবহারের জন্য ভাড়া দিত এবং নিজেও ব্যবহার করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ কথা স্বীকার করেছে। তার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD