September 24, 2023, 3:39 am
যমুনা নিউজ বিডিঃ হঠাৎ হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুটা অসুস্থবোধ করলে শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। দেশজুড়ে কয়েক মাস তার সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন চলা অবস্থায় এমন খবর সামনে আসলো।
চিকিৎসকের বরাতে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, ৭৩ বছর বয়সী নেতানিয়াহু তেল হাশোমারের শেবা হাসপাতালে যান স্বাস্থ্য পরীক্ষা করাতে। হাসপাতালে প্রবেশের মাত্রই জরুরি কক্ষে ঢুকেন। এর আগে অসুস্থতা বোধ করার কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে জানা গেছে। এখন তিনি সুস্থ বলে দাবি করেছে তার কার্যালয়। এ বিষয়ে আর কোনও তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত বছরের অক্টোবরেও নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন।