September 24, 2023, 3:00 am

দুপচাঁচিয়ায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পাঠক নন্দিত যায়যায়দিন পত্রিকা ১৮বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬জুন মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফোরামের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, থানার এসআই সজিব মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, চিন্তন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা পত্রিকার উপজেলা প্রতিনিধি অরবিন্দ কুমার দাস, ফোরামের সদস্য সিনিয়র প্রভাষক হাম্মাদ আলী, সদস্য প্রভাষক মোসফিকুর রহমান সবুজ, সদস্য এরশাদ মহলদার, অসীম কুমার দাস, মোসলিম উদ্দিন,পারুল আক্তার প্রমুখ। এসময় ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পত্রিকার ১৮তম বর্ষের কেক কর্তন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD