September 24, 2023, 3:53 am

গাবতলীতে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে হ্যান্ডকাপসহ ছিনতাই আবারও গ্রেফতার

 গাবতলী প্রতিনিধিঃ  বগুড়ার গাবতলীতে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী খোকন চন্দ্র রায (৩০)কে ছিনিয়ে নেয়ার ৭ঘণ্টা পর আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে শৃঙ্খলা বাহিনী তাকে কয়েকবার গ্রেপ্তার করেছিল। উপজেলার গোলাবাড়ি বন্দরে তার ঔষুধের দোকান রয়েছে। দোকান ও বাড়িতে থেকে সে নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করে থাকে। ৫জুন/২৩ সোমবার সন্ধ্যার আগে উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া হিন্দুপাড়া বাড়ি থেকে কিছু মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হ্যান্ডকাপসহ তাকে গাছের সাথে আটকে রেখে বাড়ি তল্লাশি করেছিল পুলিশ। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ পুলিশের উপর চড়াও হয়ে ওই গাছ কেটে মাদক ব্যবসায়ী খোকন চন্দ্র রায়কে ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করতে না পারলেও নানা কৌশলে এবং এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার প্রায় ৭ঘণ্টা পর অর্থাৎ মঙ্গলবার রাত আনুমানিক ১টায় হ্যান্ডকাপসহ আবারও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খোকন চন্দ্র রায় স্থানীয় মড়িয়া হিন্দুপাড়া গ্রামের শ্রী রবিয়া খোকার ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেছেন খোকন চন্দ্র রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD