October 13, 2024, 1:11 am
রংপুর প্রতিনিধিঃ বৃহস্পতিবার ২০ এপ্রিল সন্ধ্যায় রংপুর জেলা ডিবি পুলিশের একটি দল রংপুর-লালমনিরহাট তিস্তা নদীর চর অঞ্চল গংগাচড়া উপজেলার ৫ নং লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলি গ্রামের আঞ্চলিক সড়কে “নুর ইসলাম” হোটেলের সামনে রাজশাহীর জাফরপুর থানার চারঘাট গ্রামের জামালের ছেলে সুমন কে কোডিনযুক্ত ২০ বোতল ফেনসিডিল ও ১০০০পিস নিষিদ্ধ টেপেন্টাডল (ইয়াবা)ট্যাবলেটসহ লালমনিরহাট জেলার রিফুজি কলোনীর নান্নু মিয়ার ছেলে সামিউল আলম রাজনসহ ২জনকে মাদকদ্রব্য চোরাচালানসহ আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূএে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলা পুলিশ সুপার এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো: আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এস আই আবু হোসেনের নেতৃত্বে এ এস আই মেহেরুল , এ এস আই ধনেষ্বর রায় সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান সফল করতে মোটরসাইকেল যোগে রওনা হয় গঙ্গাচড়ার পূর্ব ইচলি গ্রামে তারপর অত্যন্ত দায়িত্ব ও সাহসিকতার সঙ্গে মাদক চোরাচালানের রুট চিহ্নিত করে নুর ইসলামের ভাতের হোটেলের সামনে সুমনকে মাদকদ্রব্যের ব্যাগ সহ আটক করে এসআই আবু হোসেন, অন্যদিকে এএসআই মেহেরুল, এএসআই ধরেষ্বর রায় ব্রিফকেস ভর্তিমাদকদ্রব্যসহ রাজন কে আটক করে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় উদ্ধারকৃত মাদক জব্দ করে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে।