March 29, 2024, 11:03 am

টেস্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ওয়ার্নারের তরুণদের উপদেশ

যমুনা নিউজ বিডিঃ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের বদৌলতে ক্রিকেট বিশ্বে এখন টি-টোয়েন্টির জয়জয়কার। টাকার ঝনঝনানিতে হারিয়ে বসতে চলেছে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের আভিজাত্য। সেটি নিয়ে শঙ্কিত ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার হয়ে ১০১ টেস্ট খেলা এই ওপেনার তরুণদের টেস্টের গুরুত্ব বোঝাচ্ছেন। তার মধ্যে অন্যতম অলিভার ডেভিস। বিগ ব্যাশে সিডনি থান্ডারে ওয়ার্নারের সতীর্থ।

অস্ট্রেলিয়ার হয়ে শতাধিক টেস্ট খেলা ওয়ার্নার বলেন, ‘একদিন ডেভিসের সঙ্গে কথা বলতে গিয়ে জেনেছি, সে সাদা বলের ক্রিকেট পছন্দ করে। আমি তাকে লাল বলের ক্রিকেট খেলতে দেখতে পাচ্ছি না।’

‘সে যদি এটিতে (টেস্ট ক্রিকেটে) মন দিতে চায় তবে অবশ্যই খেলতে পারবে। কিন্তু আগামী পাঁচ থেকে দশ বছরে (টেস্ট ক্রিকেটের ভাগ্যে) কী ঘটতে চলেছে, ক্রিকেট আসলে কোন দিকে যাচ্ছে তা নিয়ে আমার কিছুটা ভয় আছে।’- আরৈা যোগ করেন ওয়ার্নার।

তরুণদের উদ্দেশ্যে এই ওপেনারের বার্তা, ‘শুধু লাল বলের ক্রিকেট খেলে ক্যারিয়ার দীর্ঘ করা ক্রিকেটারদের সংখ্যা খুব কম। নিজের মূল্য বাড়ানোর সেরা উপায় হলো আগে নিজের নাম করা।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD