May 19, 2024, 10:30 pm

বিশ্বকবির জন্মজয়ন্তীত ‘চির নূতনেরে দিল ডাক’ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চির নূতনেরে দিল ডাক’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের পুরাতন শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লতা পারভীন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, সংগীতজ্ঞ মোহাম্মদ মুরাদ সিদ্দিকী লিটন।

আলোচনা সভা শেষে কথা, কবিতা ও নৃত্যে শিল্পীদের দলীয় পরিবেশনার মাধ্যমে ফুটে উঠে ‘চির নূতনেরে দিল ডাক’ অনুষ্ঠানটি । অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD