March 27, 2023, 4:53 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ একাধিক মামলার আসামি শাহিন ওরফে ছোট শাহিনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ শাহীন আলম ওরফে ছোট শাহিন (৪০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নন্দকুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।