September 7, 2024, 2:08 pm

ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের সামনে ইংল্যান্ড

যমুনা নিউজ বিডিঃ ব্ল্যাকক্যাপস ধরে রাখতে চায় ধারাবাহিকতা। অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার হতাশা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংলিশরা। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২ টায়। একই ভেন্যুতে সকাল ১০টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। দুই ম্যাচেই আছে বৃষ্টির শঙ্কা।

অস্ট্রেলিয়ায় বৃষ্টিও খেলছে। পরিত্যক্ত চার ম্যাচের তিনটা গ্রুপ ওয়ানে। ফলে মাঠের পারফরম্যান্সতো বটেই ভরসা রাখতে হচ্ছে ভাগ্যের উপরও।

মোটামুটি নির্ভার নিউজিল্যান্ড। বৃষ্টিতে এক পয়েন্ট হারালেও দু ম্যাচ জিতে টেবিল টপার কিউই।

প্রতিপক্ষকে একবিন্দু ছাড় দিচ্ছে না কেন উইলিয়ামসনের দল। পাওয়ার প্লেতে টিম সাউদি আর ট্রেন্ট বোল্ট বিধ্বংসী। মিডল ওভারে স্পিন পার্টনারশিপ জমিয়ে তুলেছে মিচেল স্যান্টনার-ইশ সোধি।

নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন বলেন, টিম আর ট্রেন্ট দুর্দান্ত ফর্মে। বল সুইং করাচ্ছে। দুজনের কাছে আমার শেখার আছে। তাদের সহযোগিতা করতে পারলে বল হাতে আরও ভালো করতে পারব আমরা। ইংল্যান্ডের বিপক্ষে জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।

ব্যাটিংয়ে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে-গ্লেন ফিলিপস। কেউ না কেউ হাল ধরছেন শক্ত হাতে। যতটুকু চিন্তা, ক্যাপ্টেনের অফ ফর্ম।

জয়-পরাজয়-পরিত্যক্ত। তিনরকম অভিজ্ঞতা হয়েছে ইংল্যান্ডের। তার চেয়ে বড় কথা গুছিয়ে উঠতে পারেনি ইংলিশরা।

টপ অর্ডারে কাজে আসছে না অ্যালেক্স হেলসের অন্তর্ভূক্তি। স্লো ব্যাটিংয়ে চাপ বাড়ছে অন্যদের উপর। বিবর্ণ বেন স্টোকস। শেষ ম্যাচ ইনিংসে পার করতে পারেননি দুই অংক। বাটলার-মালানের উপর অতি নির্ভরতা কাল হতে পারে পরের ম্যাচেও।

ইংল্যান্ডের সহকারী কোচ পল কলিংউড বলেন, সত্যি বলতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি খেলতে না পেরে আমরা হতাশ। এমসিজিতে কি অসাধারণ একটা ম্যাচ হতো। যাই হোক এখন নিউজল্যান্ডকে নিয়ে ভাবছে দল। সব চিন্তা দূরে ঠেলে জয়ের বিকল্প নেই।

গ্যাবায় ব্যাটিং উইকেট। ১৬০ গড় স্কোর। তবে ব্যবধানটা তৈরি করে দিতে পারে স্পিনাররা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD