September 8, 2024, 7:21 am
চট্টগ্রাম থেকে কামরুল ইসলাম – দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দায়িত্বশীল অন্যান্য সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। এ সময় তিনি পবিত্র মিলাদুন্নবী (স.) উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মহসিন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পবিত্র মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।