October 13, 2024, 1:35 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

ফেনীর ছনুয়া তে রাতের অন্ধকারে এক নারী যৌন হেনস্থা ও ছিনতাই এর শিকার

ওই নারী তার জবানবন্ধি তে বলেছেন,
আমাকে গত জুন মাসে ১৩ তারিখ রাত ৭ টায় ৫৫ মিনিটে মোবাইল করে এই মেয়ে আমার খালাতো বোন হয় সে চালাকি করে আমার পাওনা টাকা দেবে বলে মোবাইল করেছে ওখানে গিয়ে গাড়ির থেকে নামার সুযোগ পাইনি, কোথায় থেকে ১৫ হয়তে ২০ জন ছেলে এসে আমাকে মারধর করে টাকা জোর করে বিকাশ করায় আর আমার কানের আর গলার চেইন সব মিলে ৮ আনা হবে এগুলো নিয়ে ফেলেছে আমি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি এইরা আমার পা পযন্ত ফুলা করেছে|
আমাকে গত জুন মাসে ১৩ তারিখ রাত ৭ টায় ৫৫ মিনিটে মোবাইল করে এই মেয়ে আমার খালাতো বোন হয় সে চালাকি করে আমার পাওনা টাকা দেবে বলে মোবাইল করেছে ওখানে গিয়ে গাড়ির থেকে নামার সুযোগ পাইনি, কোখান থেকে ১৫ হয়তে ২০ জন ছেলে এসে আমাকে মারধর করে টাকা জোর করে বিকাশ করায় আর আমার কানের আর গলার চেইন সব মিলে ৮ আনা হবে এগুলো নিয়ে ফেলেছে আমি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি এইরা আমার পা পযন্ত ফুলা করেছে
এরা আমাকে বলে জান নিয়ে যেতে পারবোনা গলা কেটে নদীতে ভাসিয়ে দেবে, আর আমাকে রেপ করতে চেয়েছে, কিছু মুরুব্বি তারা দেখে ফেলে, পরে ছেড়া জামা  নিয়ে ফেনী মোটবীতে রওনা দিয়েছি |

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD