ওই নারী তার জবানবন্ধি তে বলেছেন,
আমাকে গত জুন মাসে ১৩ তারিখ রাত ৭ টায় ৫৫ মিনিটে মোবাইল করে এই মেয়ে আমার খালাতো বোন হয় সে চালাকি করে আমার পাওনা টাকা দেবে বলে মোবাইল করেছে ওখানে গিয়ে গাড়ির থেকে নামার সুযোগ পাইনি, কোথায় থেকে ১৫ হয়তে ২০ জন ছেলে এসে আমাকে মারধর করে টাকা জোর করে বিকাশ করায় আর আমার কানের আর গলার চেইন সব মিলে ৮ আনা হবে এগুলো নিয়ে ফেলেছে আমি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি এইরা আমার পা পযন্ত ফুলা করেছে|