September 16, 2024, 9:54 pm
যমুনা নিউজ বিডিঃ ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের বেঙ্গালুরু শহর প্লাবিত হওয়ার মুখোমুখি হয়ে আছে। মারাঠাহল্লি, আউটার রিং রোড ও অন্যান্য জায়গার মতো অনেক এলাকায় যানবাহনগুলোকে বন্যার পানিতে ভাসতে দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইম্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পরিস্থিতি সম্পর্কে লোকেদের অবহিত করার জন্য ট্র্যাফিক কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পরামর্শ পোস্ট করেছে। পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) কালা কৃষ্ণস্বামী তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের পোস্টে লিখেছেন, ‘যাত্রীরা দয়া করে মনে রাখবেন, আজ বেরোনোর আগে অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শহরের অনেক জায়গায় ধীর গতিতে যানজটের আশা করুন। সেই অনুযায়ী আপনার ভ্রমণ পরিকল্পনা করুন। ট্রাফিক পুলিশ যাতায়াত সহজ ও নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে।’ শহরটির মানুষ সোশ্যাল মিডিয়ায় রাস্তার বেহাল দশায় হতাশা প্রকাশ করছে। বেঙ্গালুরুতে অন্তত তিনটি এলাকায় রাতভর ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরটির উত্তরের মারাঠাহল্লি, ডোড্ডানেকুন্ডি ও অন্যান্য এলাকাগুলো সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে শুধু শহর নয় বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পুরো পার্কিং পানিতে ডুবে গেছে। সাবেক মন্ত্রী ও মহাদেবপুরার বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভাল্লি বলেন, ‘মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে ত্রাণ কাজে যোগদানের জন্য সমস্ত নেতা ও কর্মীকে অনুরোধ করছি। গত কয়েকদিনের ভারী বর্ষণে এলাকার কয়েকটি অংশ জলে প্লাবিত হয়েছে। আসুন আমরা মানুষকে ও নিজেদেরকে সাহায্য করি। কাজের সময় সতর্ক থাকি।’