September 8, 2024, 6:02 am

ওমরাহ যাত্রীরা সৌদি আরবে থাকতে পারবেন ৯০ দিন

যমুনা নিউজ বিডিঃ সৌদি আরবে এখন থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহ যাত্রীরা। শুধু তাই নয় মক্কা-মদিনাসহ দেশটির যে কোনো শহরে বাধাহীনভাবে তারা ভ্রমণ করতে পারবেন। এতে তাদের কোনো প্রকার আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সরকারের অনুমোদিত যে কোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে।’ দেশটির অর্থনীতি বিশ্লেষকদের মতে, সরকার দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে চাইছে। সোমবারের এই ঘোষণার প্রধান কারণ এটাই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD