September 8, 2024, 5:58 am

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি-আ. লীগ পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকার কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বুরইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২৪ আগস্ট) বেলা ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সিফা নুসরাত। এর আগে বুধবার সকালে এই আদেশ দেন তিনি।

ইউএনও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় স্থানীয় ইউনিয়ন বিএনপি বুড়ইলের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা আহ্বান করে। একই দিন ওই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ আহ্বান করে। এতে সকাল থেকে দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সিফা নুসরাত বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বীরপলি বিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD