June 1, 2023, 3:01 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কাহালু উপজেলার মুরইল ব্যাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, কুমিল্লা জেলার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হোসেন (২৭), ফুক্কু মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (২২) ও গাজীপুর জেলার জামাল উদ্দিনের ছেলে সজীব মিয়া (২৬)।
বগুড়া ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে কাহালু থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্স করা হয়।