October 11, 2024, 5:35 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় সাড়ে ছয় হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে সাড়ে ৬ হাজার  ইয়াবাসহ চার যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার পোঁওতা এলাকা থেকে প্রাইভেটকারসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং তাদের কাছে থাকা মুঠোফোন জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বগুড়া সদরের কাটনারপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ইবরাহীম খান।

গ্রেফতাররা হলেন- বগুড়া সদরের কাটনারপাড়া এলাকার  শাফিউল সিদ্দিক, বগুড়া সোনাতলা উপজেলার বাসিন্দা মাইনুল ইসলাম ও আব্দুল গফুর এবং বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা ও প্রাইভেটকার চালক উজ্জল হোসেন। গ্রেফতারদের মধ্যে পরবর্তীতে শাফিউলের বাড়িতে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ইবরাহীম খান জানান,  গোপন সংবাদে খবর পেয়ে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পোঁওতা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাসী শুরু করা হয়। এসময় ওই প্রাইভেটকার থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে চালকসহ প্রাইভেটকারে থাকা চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে  শাফিউলের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার পিস  ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD