December 1, 2023, 12:26 pm
যমুনা নিউজ বিডিঃ পদ্মা সেতুতে পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। যার কারণে সেতুতে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (১৭ জুলাই) রাত ১০ টায় মাওয়া প্রান্তে ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুজ্জামান জানিয়েছেন নিহতরা হলেন মো. কাউসার ও মো. রাজু। তাদের বাড়ি শরীয়তপুরে। আহতদের মধ্যে আছেন পিকআপ চালক, এক নারী ও শিশু। তাদের পরিচয় জানা যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।