December 2, 2023, 12:07 am

জয়পুরহাটে লাইনচ্যুতের ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের তিলকপুর একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করায় ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেন তিলকপুর স্টেশনে পৌঁছলে সকাল ৫ টায় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে সান্তাহার রেলস্টেশন জানায় ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সেখান থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে লাইনচ্যুত বগি দুটি লাইনে তোলার কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরো কিছুণ সময় লাগবে বলে জানানো হয়। শান্তাহার স্টেশন ম্যানেজার জানান রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ ৫ ঘন্টা পর উদ্ধার কাজ শেষে একতা এক্সপ্রেস ট্রেন আবার চালু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD