May 19, 2024, 3:09 am

News Headline :
বগুড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার বগুড়ায় আলী হাসান হত্যা মামলার মূল আসামি সবুজ সওদাগর গ্রেপ্তার গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা বগুড়ায় বিভিন্ন গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা: যুবক গ্রেপ্তার বগুড়ায় সাথী কোল্ডষ্টোরেজ থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা কমিটির ১৮তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রংপুর বিভাগের ৩৩ আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে পুলিশ প্রস্তত: ডিআইজি

রংপুর প্রতিনিধি: রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বলেছেন, রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ নিবাচনের ভোট গ্রহণে পুলিশ বাহিনী প্রস্তত রয়েছে। এই নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটারেরা যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর পুলিশ লাইন মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিংকালে সাংবাদিকদের এসব বলেন ডিআইপি।

ডিআইজি বলেন, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি, যাতে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটি করে ভোট কেন্দ্রে তিনজন পুলিশ ও ১২ জন আনছার সদস্য থাকবে। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অস্ত্রধারী পুলিশের পাশাপাশি আনছার সদস্যদের সংখ্যাও বেশি থাকবে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রংপুর জেলায় ৮৫৮টির মধ্যে ৩৩৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। ২০১৪ এবং ২০১৮ এর সহিংসতার মতো এবার সেরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান ডিআইজি। তিনি সাংবাদিকদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চালার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এদিকে শুক্রবার দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনকে নিয়ে অপর একটি সংবাদ সম্মেলন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, রংপুর মহানগর এলাকার ১৯৯টি ভোট কেন্দ্রে নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর মেট্রো এলাকায় ১ হাজার ১১৪ জন,পিটিসির ৭৮ জন, এপিবিএনএর ১৫০ জন এবং শিল্প পুলিশের ১২২ জনসহ ১ হাজার ৪৬৪ জন পুলিশ এবং আনসার-ভিডিপি’র ২ হাজার ৩৮৮ জন সদস্য মহানগর এলাকার দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী প্রস্তুত বলে জানান তিনি। মতবিনিময়কালে মহানগর ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD