December 2, 2023, 8:14 am
ষ্টাফ রিপোর্টারঃ বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে আনন্দ উৎসব চলছে। সেই আনন্দ ছুঁয়ে গেছে বগুড়া জেলা পুলিশেও।
বগুড়া পুলিশ লাইন্সে অডিটোরিয়ামে সেতুর উদ্বোধন উপলক্ষে বিশাল এক কেক কেটে উদযাপন করেছে এই বাহিনী।
কেক কাটার আগে সেতু উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ কাওছার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
এসময় পুলিশের বিভিন্ন থাকার ওসিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।