May 19, 2024, 7:50 pm

দুবাইগামী ফ্লাইটে মিলল ব্যাগভর্তি বিদেশি মুদ্রা

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে ২ কোটি ৮৭ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় ঢাকা থেকে আসা বিজি ওয়ান ফোর সেভেন ফ্লাইট থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ধারনা করা হচ্ছে, হুন্ডি হিসাবে এসব মুদ্রা দুবাই পাঠানো হচ্ছিল।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট) মো. আকরাম হোসেন জানান, সন্ধ্যায় চট্টগ্রাম ত্যাগের সিডিউল ছিল ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইট বিজি ১৪৭-এর। তল্লাশিতে একপর্যায়ে ওই বিমানের সিট নম্বর ১৭এ-এর ওভারহেড বিনের ভেতর যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়।

তিনি বলেন, ব্যাগটি স্ক্যানিং করে ওই ব্যাগে এক হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়ালের (বাংলাদেশি টাকায় যার মূল্য দুই কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) নোট এবং ১০০ পিস ১০০ মার্কিন ডলারের (বাংলাদেশি টাকায় যার মূল্য ১১ লাখ টাকা) নোট পাওয়া যায়। যার মোট মূল্য বাংলাদেশি টাকায় দুই কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD