March 28, 2024, 9:20 pm

বন্যায় প্রাণহানি বেড়ে ৪২ জন

যমুনা নিউজ বিডিঃ দেশে বন্যা কবলিত এলাকার পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। আজ বুধবার (২২ জুন) বন্যায় আরো ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। মঙ্গলবার এই সংখ্যা ছিলো ৩৬ জন। আর এ পর্যন্ত ৩ হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন বিভিন্ন স্বাস্থ্য সমস্যায়। এর মধ্যে রয়েছে ডায়রিয়া, আরটিআই (চোখের রোগ), চোখের প্রদাহ, চর্মরোগ, বজ্রপাত, সাপের কামড়, আঘাত ইত্যাদি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃত ৪২ জনের মধ্যে বন্যার পানিতে ডুবে ২৩ জন, বজ্রপাতে ১২ জন, সাপের কামড়ে ১ জন আর ৬ জনের অন্যান্য কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD