March 29, 2024, 3:25 pm

বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী

যমুনা নিউজ বিডিঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ৮ দিন চিকিৎসা গ্রহণের পর বাড়ি ফিরেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। সোমবার (২০ জুন) এক টুইটে খবরটি নিশ্চিত করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও কংগ্রেস সভানেত্রীকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর এএনআই।

২ জুন রাজস্থানের চিন্তন শিবির থেকে আক্রান্ত হন সোনিয়া গান্ধী। হোম আইসোলেশনে অবস্থান অবনতি হলে ১২ জুন স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

চিকিৎসকরা জানান, ফাঙ্গাল সংক্রমণে কাবু হয়ে পড়েন সোনিয়া। শ্বাসনালীতে সংক্রমণের কারণে তার নাক দিয়ে রক্তও পড়েছে। এরপর তিনদিনের নিবির পর্যবেক্ষণে রাখা হয় তাকে। কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র রনদীপ সুরজওয়ালা জানান, করোনা ছাড়াও নানা রকম সমস্যা দেখা দেয় তার শরীরে।

এদিকে ২৩ জুন ন্যাশনাল হেরাল্ড আর্থিক অপরাধের মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদে তলব করে দিল্লির ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অসুস্থতা কারণে ইডির দপ্তরে হাজিরা দিতে অপারগতা জানান তিনি। শারীরিক অবস্থা বিবেচনায় ২৩ জুন হাজিরার তারিখ নির্ধারণ করে ইডি।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD