June 1, 2023, 1:45 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে কিছু দলীয় লিফলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার দুবলাগাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে দুবলাগাড়ি বাজারে লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় মাওলানা শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, মামলা দিয়ে শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।