March 25, 2023, 5:16 pm
বগুড়ায় আল-হারামাইন হাজী ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া জেলা আইনজীবী সমিতির মতিয়ার রহমান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরীব-দুস্থদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। আল—হারামাইন হাজী ফাউন্ডেশন বগুড়ার সহ-সভাপতি অধ্যক্ষ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ—সভাপতি নুরুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা তালুকদার, সহ— সম্পাদক এ্যাডঃ মোজাফ্ফর আলী মজনু, নওয়াব আলী, একেএম আক্তারুজ্জামান, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জোবায়দুর রহমান, ক্যাশিয়ার আব্দুর রহমান, সদস্য আব্দুস সালাম, মজনুর রহমান, রইচ উদ্দিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিআরএম খায়রুজ্জামান এ্যাডভোকেট। এ অনুষ্ঠানে ১৮টি সেলাই মেশিন ও একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তি।