September 30, 2023, 12:51 pm
আদমদিঘী প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেত পরিচর্যা করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামে তার নিজ বাড়ির পাশে ফসলি মাঠে ঘটনাটি ঘটে।
বজ্রপাতে মৃত ওই কৃষক ২১ বছর বয়সী জহুরুল ইসলাম। তিনি ছাতিয়ানগ্রামের কোমারভোগের মোসলেম উদ্দিনের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২ টার দিকে জহুরুল বাড়ির পাশে মরিচ ও অন্যান সবজি ক্ষেত পরিচর্যা করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।